ডেস্ক রিপোর্ট
১৪ এপ্রিল ২০২২, ৩:০৪ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় ৯ কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষকদের হাতে মেশিনগুলো হস্তান্তর করা হয়।
কৃষি অফিস জানিয়েছে, বিতরণকৃত মেশিনের মধ্যে পাঁচটি এসিআই কোম্পানি প্রস্তুতকৃত কম্বাইন হারভেস্টার মেশিন। যার ক্রয়মূল্য ২৯ লাখ টাকা। সরকার ৭০ শতাংশ ভর্তুকি দেয়ায় কৃষকেরা এ মেশিন ৩০ শতাংশ মূল্য নির্ধারণ করে ৯ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করতে পারছেন।
দুইটি মেশিন মেটাল কোম্পানির প্রস্তুতকৃত। এর মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। সরকার ৭০ শতাংশ ভর্তুকি দেয়ায় ৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যে কৃষক এ মেশিন ক্রয় করেন। এছাড়া অপর দুটি মেশিন কুবোটা কোম্পানির।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফী উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা প্রমুখ।