ডেস্ক রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ৯:১৪ পূর্বাহ্ণ
সিলেটের বিশ্বনাথে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল বাছিত (২৫)। তিনি বিশ্বনাথ ডিগ্রি কলেজের সক্রিয় ছাত্রলীগ কর্মী। সে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, বাড়ির সামনের একটি রাস্তা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সুমন নামে এক যুবক পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসছিল। এ সময় বাছিত তাকে নিষেধ করেন। এ নিয়ে দুজনের তর্কাতর্কির একপর্যায়ে সুমন বাছিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।