ডেস্ক রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ৫:১৩ অপরাহ্ণ
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ব্রিটিশ দৈনিক ডেইলি স্টারের বরাতে একদিন আগেই জানিয়েছিল, টেন হ্যাগ দায়িত্ব নিয়েই ছাঁটাই করতে চলেছেন রোনালদোকে। রেড ডেভিলদের সঙ্গে নম্বর সেভেনের সম্পর্কের ইতি টানতে চলেছেন তিনি।
এবার মেট্রোর বরাতে জানা গেছে, টেন হ্যাগ ক্লাবের দায়িত্ব নিলে শুধু রোনালদো একাই নন, ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ড, পল পগবা, এডিনসন কাভানিসহ অন্তত ১০ জন ফুটবলার ক্লাব ছাড়ার তালিকায় থাকবেন। এমনটাই দাবি করেছেন ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ক্লেবারসন।
অন্যদিকে, টেন হ্যাগ জমানায় নতুন করে ম্যানইউতে যোগ দিতে পারেন য়্যুভেন্তাসের ডিফেন্ডার ম্যাথিজিস দে লিট এবং স্টিভেন বার্গউইনসহ আরও বেশ কয়েকজন।
ক্লেবারসন বলেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, যদি টেন হ্যাগ ইউনাইটেডের দীর্ঘমেয়াদি কোচ হিসেবে দায়িত্ব নেন, তবে ক্লাবের অনেকেই চলে যাবে।
রোনালদোর বিষয়ে কিছু না বললেও তারই স্বদেশি ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে ইউনাইটেডের সাবেক এ মিডফিল্ডার বলেন, ব্রুনোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া উচিত।