ডেস্ক রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ৩:২৭ পূর্বাহ্ণ
সৌদি আরবের রিয়াদে তিন তলা ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী (২১) নামে এক কোম্পানীগঞ্জের যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার ইছাকলস ইউনিয়নের যুগীরগাও গ্রামের শুকুর আলীর ছেলে।
পরিবার ও প্রবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রতিদিনের মত সাইডে কাজে যান মোহাম্মাদ আলী। হঠাৎ দুপুর ২ টার দিকে কাজ করার সময় পা পিছলে তিনতলা থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান।
সে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সৌদি আরব শাখার সহশিক্ষা বিষয়ক সম্পাদক।