ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ৮:২৭ পূর্বাহ্ণ
দুবছর পর সিলেট নগরীতে জমজমাট ঈদের বাজার। বুটিক হাউস ও পোশাকের মেগাশপগুলোতে ভিড় সবচেয়ে বেশি। দীর্ঘদিন পর স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারায় খুশি ক্রেতা ও বিক্রেতা।
এ যেন কেনাকাটার প্রতিযোগিতা। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন পছন্দের পোশাক বেছে নেওয়ার জন্য। নারী, পুরুষ, শিশু মিলে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সবাই। দুবছর পর এমন স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাকটি কিনতে পেরে খুশি সবাই।
সিলেট নগরীর জিন্দাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, জেলরোড এলাকায় বুটিক হাউস এবং নারী ও শিশুদের পোশাকের মেগাশপ ও বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি।
দুবছর পর ব্যবসায় গতি ফিরে আসায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্বস্তিতে ক্রেতা ও বিক্রেতা।সূত্র: সময় নিউজ।