ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ৮:২২ পূর্বাহ্ণ
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ৫ দিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন গ্রাহকরা প্রি-পেমেন্ট মিটার রিচার্জ কার্ড ক্রয় করতে পারবেন না।
আগামী ৩০শে এপ্রিল থেকে ৪ই মে পর্যন্ত এই ৫ দিন রিচার্জ কার্ড বন্ধ থাকবে। ব্ষিয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।
তবে ওই ৫ দিন মোবাইল ভেডিন্ডং (জি-পে, রবি ও বিকাশ)-এর মাধ্যমে রিচার্জ কার্ড ক্রয় করা যাবে।