ডেস্ক রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ৯:২৩ পূর্বাহ্ণ
প্রতিবারের মতো এই ঈদেও বিসিবির মাঠকর্মী ও অফিস সহকারীদের ঈদ বোনাস দিয়ে আসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম মুশফিকের সঙ্গে এই বছর এই তালিকায় যুক্ত হলেন সাকিব আল হাসান।
এবারের ঈদে বিসিবিতে কাজ করা পরিচ্ছন্নতা কর্মী, মাঠকর্মী ও অফিস সহকারীদের জন্য ১০ লাখ টাকা ঈদ বোনাস পাঠিয়েছেন এই অলরাউন্ডার।
অবশ্য তামিম-মুশফিকদের ক্ষেত্রে বিষয়টা পুরনো হলেও সাকিবের ক্ষেত্রে এটা একদমই নতুন। এই বিসিবিতে কাজ করা কর্মীদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।