ডেস্ক রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ণ
রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এই আদেশ দেন।
এদিন আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
সিএমএম আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাফায়েত হোসেন এ তথ্য জানান।
এর আগে গত ২৩ এপ্রিল মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।