ডেস্ক রিপোর্ট
১১ মে ২০২২, ৯:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার বাদীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু হয়েছে।
আজ বুধবার (১১ মে) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ পাঁচ পুলিশ সদস্যকে।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী জানান, বিচারক আব্দুর রহিম মামলার বাদী নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নীর সাক্ষ্য নিয়েছেন। এ মামলায় দ্রুত বিচারকার্য সম্পন্ন হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন তিনি।
প্রসঙ্গত, গত ২০২০ সালের ১১ অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান।