ডেস্ক রিপোর্ট
১২ মে ২০২২, ২:০৪ অপরাহ্ণ
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির দীর্ঘ সময়ের আইনপ্রণেতা রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার (১২ মে) বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এদিন রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট কার্যালয়ে গোতাবায়ার সামনে শপথ পাঠ করেন বিক্রমাসিংহে।
এর আগে গত সোমবার সরকারবিরোধীদের তুমুল বিক্ষোভ-প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে। তার এই পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভা ভেঙে যায়। সৃষ্টি হয় প্রশাসনিক শূন্যতা।
এরপর নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করতে তোড়জোড় শুরু করেন গোতাবায়া। সেই সঙ্গে নতুন সরকার গঠনে সম্ভাব্য নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যান তিনি।