ডেস্ক রিপোর্ট
১৩ মে ২০২২, ৩:২৬ অপরাহ্ণ
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে বজ্রপাতে আব্দুস সোবহান(৪০) নামের এক কৃষক নিহত ও তার সাথে থাকা অপর দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার(১৩ মে) বিকেলে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কাড়াই গ্রামের আশিকুর রহমানের ছেলে রিপন আহমদ, ভাই রফিক আলী ও ভগ্নিপতি আব্দুস সোবহান ।
বিকেলে প্রচুর বজ্রবৃষ্টি হলে বজ্রপাতের আঘাতে তার ভাই রফিক আলী ও ছেলে রিপন আহমদ এবং তাঁর ভগ্নিপতি গুরুত আহত হন।আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাঁর ভগ্নিপতিকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সোবহান শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাসকুঁড়ি গ্রামের বাসিন্দা৷
বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত(কর্মকর্তা) ওসি মো. খালেদ চৌধুরী।