ডেস্ক রিপোর্ট
১৪ মে ২০২২, ৪:৫৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ পৌর শহরের একটি দোকান থেকে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ। বাজারে কৃত্রিম সংকট তৈরী করে ঈদের পূর্বে কেনা সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে দিয়ে উচ্চ মূল্যে বিক্রির দায়ে শহরের ষোলগর সাবেরীন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত তেল উপস্থিত গ্রাহকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে অভিযানী দল। ভোজ্য তেল সয়াবিনের বাজার নিয়ন্ত্রণে শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালর্ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাজার মনিটিরিং ও তেলের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথা জানান অধিদপ্তরের সহকারি পরিচালক শফিকুল ইসলাম।