ডেস্ক রিপোর্ট
১৪ মে ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের দেখার হাওরে অভিযান চালিয়ে ৬টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আজ শনিবার(১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দেখার হাওরে অভিযান চালিয়ে ৬টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। এরপর জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় অনেক ডিমওয়ালা মাছ পূনরায় পানিতে ছেড়ে দেয়া হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে এব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করি। আমাদের অভিযান অব্যাহত আছে।