ডেস্ক রিপোর্ট
১৫ মে ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ
সিলেটে একের পর এক অসাধু ভোজ্যতেল ব্যবসায়ীদের কাছ থেকে সয়াবিন তেল উদ্ধার করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ রোববার (১৫ মে) দুপুরে নগরীর কালিঘাটে অভিযান চালিয়ে গুদামে মজুদ করে রাখা ৫৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে গত ৮ মে সিলেটে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।