ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২২, ১:৫৫ অপরাহ্ণ
গ্রাম-বাংলার মানুষের কাছে ‘ভাদাইম্মা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক জজ আলী বলেন, আহসান আলী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার লিভারেও পানি জমা ছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আহসান আলী।
আহসান আলীর জন্ম, বেড়ে ওঠা টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে। অতীতে তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন থেকেই তার মধ্যে হাস্যরস ও কৌতুকের চর্চা ছিল। এরপর শুভাকাঙ্ক্ষিদের পরামর্শ ও নিজের চেষ্টায় কৌতুক অভিনয় শুরু করেন।