ডেস্ক রিপোর্ট
২৩ মে ২০২২, ৫:২৬ অপরাহ্ণ
সিলেটের সকাল রিপোর্ট:ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মো. মঈন উদ্দিন মনজু’র ওপর হামলার ঘটনায় সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।