ডেস্ক রিপোর্ট
২৫ মে ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ
ভোলাগঞ্জ রেলওয়ে প্রাঃ বিদ্যালয়ের সভাপতি, কালীবাড়ি গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মহিবুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৫ মে) রাত নয়’টায় কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব মাঠে জানাযা অনুষ্ঠিত।
পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পূর্ণ করা হয়। তিনি বার্ধক্যজনিত কারণে সিলেট ওসমানী মেডিক্যাল চিকিৎসাধীন অবস্থায় দুপুর দু’টা পনের মিনিটের হাজী মহিবুর রহমান (৮০) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুতে কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর মুছাব্বির ও কোম্পানীগঞ্জ যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দীন গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।