ডেস্ক রিপোর্ট
৩ জুন ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ
শাবিপ্রবি
আজ শুক্রবার (৩ জুন) ‘গ’ ইউনিটের পরীক্ষা শুরু দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বষের্র ভর্তি পরীক্ষা। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে ৭টি বিল্ডিংর মধ্যে দুইটি বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এতে ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
শুক্রবার ছাড়াও শনিবার (৪ জুন) খ-ইউনিটে ৯৩৮ জন, শুক্রবার (১০ জুন) ক-ইউনিটে ২হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ঘ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ-ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন.