ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২২, ১:৪০ অপরাহ্ণ
দেশ থেকে বিভিন্ন উপায়ে বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ বাজেটে বৈধ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৯ জুন) সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘কর দিয়ে এসব অর্থ বৈধ হয়ে গেলে এর বৈধতা নিয়ে আয়কর কর্তৃপক্ষসহ যেকোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলতে পারবে না।
আগামী অর্থবছরে আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
নতুন বিধানের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বিধান অনুযায়ী বিদেশে অবস্থিত যে কোনো সম্পদের ওপর কর পরিশোধ করা হলে আয়কর কর্তৃপক্ষসহ যে কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করবে না।
বিদেশে অর্জিত স্থাবর সম্পত্তি বাংলাদেশে আনা না হলে এর ওপর ১৫ শতাংশ, বিদেশে থাকা অস্থাবর সম্পত্তি বাংলাদেশে আনা না হলে ১০ শতাংশ ও বাংলাদেশে পাঠানো (রেমিটকৃত) নগদ অর্থের ওপর ৭ শতাংশ হারে করারোপের প্রস্তাব করেন তিনি।