ডেস্ক রিপোর্ট
১৫ জুন ২০২২, ৯:৩০ পূর্বাহ্ণ
ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি নেতা নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভার ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (বি-১৪১৮)।
উক্ত প্রতিবাদ সভা বৃহস্পতিবার বেলা ৩টার সময় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত থেকে প্রতিবাদ কর্মসূচীকে সফল করার জন্য পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিম।