ডেস্ক রিপোর্ট
১৬ জুন ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ
সিলেটের সকাল রিপোর্ট:সিলেট ও সুনামঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে অবহিত করা হয়েছে। এ অবস্থায় আগামী ১৯ জুন সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার ব্যাপারে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানানো হতে পারে।
সিলেট শিক্ষাবোর্ড-এর সচিব কবির আহমদ জানান, বোর্ডের আওতাধীন কয়েকটি কেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়েছে। এ নিয়ে বোর্ডের চেয়ারম্যানের সাথে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের কথা হয়েছে। বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সাথে যোগাযোগ করে সার্বিক বন্যা পরিস্থিতি তুলে ধরেছেন। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হতে পারে।