ডেস্ক রিপোর্ট
১৬ জুন ২০২২, ১:৪৭ অপরাহ্ণ
ভারতের বিজেপির মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার পথ প্রদর্শক, মানবতার অগ্রদূত, মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে অশালীন কটুক্তি করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বৃহস্পতিবার (১৬ জুন) ভোর ৬-১২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সিলেট ব্যবসায়ী সমিতির আহবানে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তার বলেন, বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল নবী করিম (সা.) ও আয়েশা (রা.) নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তাদের শাস্তির দাবিতে সারা বিশ্ব বিক্ষোভে উত্তাল। আমরা সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিলেটের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে সংসদে নিন্দা প্রস্তাব পাস ও ভারতের সরকারের রাষ্ট্রদূতকে তলব করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি।