ডেস্ক রিপোর্ট
২৭ জুন ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ
সিলেটের সকাল রিপোর্ট:জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আজ মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এ তথ্য জানিয়েছেন।
বিউবো জানায়, আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনারবাংলা আ/এ, গোপালটিলা, নতুনবাজার, উত্তরবালুচর, আল-ইসলাহ, আরামবাগসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানান তিনি।