ডেস্ক রিপোর্ট
২৭ জুন ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ
সিলেট বিভাগে ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় সিলেট জেলায় ডায়রিয়ায় ৪৮ জন, সুনামগঞ্জ জেলায় ১৬৬ জন, হবিগঞ্জ জেলায় ৯৯ জন ও মৌলভীবাজার জেলায় ৪৯ জন আক্রান্ত হয়েছেন। আর চর্মরোগে আক্রান্ত হয়েছেন ৭০ জন। অন্যান্য আক্রান্ত মিলিয়ে এ সময়ে এ বিভাগে মোট ৬০৬ জন আক্রান্ত হয়েছেন। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা: নুরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।