ডেস্ক রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ৩:০৮ পূর্বাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা বড়ইকান্দি এলাকার একটি মেস থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সজিব হোসেন (১৯)।
গতকাল রোববার (১৭ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে অচেতন অবস্থায় তাকে মেসের কক্ষে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত সজিব হোসেন পাবনা জেলার খাগরবাড়ি এলাকার নুর ইসলামের পুত্র। সে বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, বড়ইকান্দি এলাকার সজিব হাজী সিকান্দার ছাত্রাবাসের রুম নং-১২ কক্ষে থাকতেন। রাত ৯ টার দিকে সহপাঠীরা তাকে কক্ষে অচেতন অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে সজিব কোন বর্ষের শিক্ষার্থী তা জানাতে পারেননি ওসি।