ডেস্ক রিপোর্ট
২১ জুলাই ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাজিরা দিতে আদালত চত্বরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে খোকন মিয়া (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হচ্ছে-জগন্নাথপুর উপজেলার গলা খাল গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে ফায়েজ আহমেদ (৩০) ও মো.আফরোয় মিয়ার ছেলে দুই ছেলে মোঃ সাজিদ মিয়া এবং মোঃ সেবুল মিয়া (২৫)।