ডেস্ক রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ৩:৫৭ অপরাহ্ণ
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট হলো ফেসবুক। তথ্যপ্রযুক্তি আর ইন্টারনেটের যুগে এখনো ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া যাবে একেবারেই হাতে গোনা। তবে এই ফেসবুকেরই এবার দুঃসংবাদের বার্তা দিল রয়টার্স।
আমেরিকার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে নারী ইউজারের সংখ্যা কমছে। এর কারণ হিসেবে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সত্যি নিন্দনীয়।
সংবাদ সংস্থাটির দাবি, পুরুষশাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকও পুরুষশাসিত হয়ে উঠেছে। নগ্ন ভিডিওর কারণে অনেক নারীই ক্ষুব্ধ হয়ে ছাড়ছেন ফেসবুক।
ফেসবুকে নারীদের নিরাপত্তা ও গোপনীয়তাও প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এ ছাড়া অ্যাপের নকশা এবং সাইন আপের জটিলতার কারণেও অনেক নারীই আগ্রহ হারিয়ে ফেলছেন ফেসবুকের ব্যাপারে।
এ কারণে ভারতে ফেসবুকের নারী ইউজার কমেছে। যারা মূলত ভিডিও কনটেন্ট পছন্দ করেন, তাদের কাছেও ক্রমেই কমছে ফেসবুকের গ্রহণযোগ্যতা।