ডেস্ক রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ১১:০২ পূর্বাহ্ণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী নামক স্হানে ট্রাকের ধাক্কায় আব্দুল কাইয়ুম (৩৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত আব্দুল কাইয়ুম নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের হাজি জালাল উদ্দিনের ছেলে।শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহাসড়ের উল্লেখিত এলাকা দিয়ে কাইয়ুম মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় সিলেটগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালেহ আহম্মেদ সত্যতা নিশ্চিত করেছেন।