ডেস্ক রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১২:৪০ অপরাহ্ণ
ভারী বর্ষণসৈয়দুল ইসলামগগন জুড়ে মেঘের খেলাহাওয়ার তালে ভাসে,অঝোর ধারায় বৃষ্টি নামেআষাঢ় শ্রাবণ মাসে।দিবা নিশি ভারী বর্ষণখালবিল থৈ থৈ,চারদিকেতে বানের পানিপড়েছে হৈ চৈ।বসত ভিটা কৃষি জমিতলিয়ে গেছে বানে,পশু পাখি মানব কষ্টেচায়না কেহ পানে।ভারী বর্ষণে পাহাড় ধ্বসেমরছে মানুষ কত,আপনজনদের আহাজারিচলছে অবিরত।প্রাকৃতিক দুর্যোগের কথাবলা যায়না কবু,বিপদ এলে রক্ষা করেনউপরওয়ালা প্রভু।