ডেস্ক রিপোর্ট
২৯ জুলাই ২০২২, ৬:০০ অপরাহ্ণ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদীতে ডুবে রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর (উমরপুর) গ্রামের প্রবাসী নুর মিয়ার বাড়ি সংলগ্ন মরাসুরমা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রিহান একই গ্রামের নুর ইসলামের ছেলে।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রিহান বাড়ির পাশে মরাসুরমা নদীতে বাঁশের সাঁকোতে উঠার চেষ্টাকালে পানিতে পড়ে ডুবে যায় | রিহানের মা মহিমা বেগমসহ আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেন |
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।