ডেস্ক রিপোর্ট
৬ আগস্ট ২০২২, ৮:৫৩ পূর্বাহ্ণ
আজ ৬ আগস্ট। ১৯৪৫ সালের আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা করে। ওই নারকীয় হামলায় নিহত হয় বেসামরিক লাখ লাখ নিরীহ ঘুমন্ত নারী, পুরুষ ও শিশু।
ওই হামলায় যারা মারা যাননি, তারা বরণ করে নিয়েছে চিরপঙ্গুত্ব। মৃত্যুপুরীতে পরিণত হওয়া জাপানের হিরোশিমার পরিবেশ আজও সুস্থভাবে বেঁচে থাকার প্রতিকূল।
কেননা দীর্ঘ ৭৭ বছর কেটে গেলেও এখানে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। ক্যানসার দুরারোগ্য রোগেও ভুগছে হাজারো মানুষ।
হামলায় দিশেহারা হয়ে পরাজয় বরণ করে জাপান, জার্মানি ও ইতালির অক্ষশক্তি। নিঃশর্ত আত্মসমর্পণ করে তারা মিত্রশক্তির কাছে। মানবতার ইতিহাসে কলঙ্কময় এই অধ্যায়ের কথা আজও জাপানবাসী ভোলেনি। ভোলেনি বিশ্ববাসীও।
উল্লেখ্য, হিরোশিমায় এই জঘন্য কাজ করার পর মার্কিন বাহিনী দ্বিতীয় দফায় আবার পারমাণবিক বোমা হামলা চালায় জাপানের নাগাসাকিতে। মূলত এই হামলার মধ্য দিয়ে সমাপ্তি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের।