ডেস্ক রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ
জ্বালানী তেলের ‘অস্বাভাবিক’ ম‚ল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মস‚চির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার নগরীতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্ট থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।
এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি।