ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ৬:১০ অপরাহ্ণ
জাউয়াবাজার প্রতিনিধি: ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের আগিজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিলন মনি দে ( ৩৫) পরলোকগমন করেছেন। গত সোমবার রাত ১১টায় ব্রেইন স্ট্রোক করলে তাকে প্রথম কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেসিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল করিমের নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বোর্ড গঠন করে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। শিলন মনি দের মরদেহ তার গ্রামের বাড়ি নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
প্রিয় শিক্ষিকাকে শেষ বিদায় জানাতে ছাত্র- ছাত্রী, সহপাঠী ও আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ জড়ো হন। শিলন মনি দে ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামের সুবোধ দের বড় মেয়ে। তিনি মৃত্যু কালে ২ বছরের ছোট ছেলে সহ ২ ছেলে, ছাত্র- ছাত্রী, স্বামী,মা – বাবা,ভাই – বোন, সহপাঠী সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভানুধ্যায়ী রেখে যান। শিলন মনি দে এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, জাউয়া বাজার ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মনিশংকর ভৌমিক,ছাতক উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও উপজেলা সহকারি শিক্ষক ঐক্য পরিষদ, আগিজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিসবাহউজ্জান শিলু,আগিজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যয় কুমার পুরকায়স্থ, কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলহাস উদ্দিন,জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী- লীগের সভাপতি আব্দুস শহিদ মুকিত,সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়া ও সাংগঠনিক সম্পাদক শিলন মনি দে এর চাচা রতন কুমার দে।