ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট ২০২২, ৬:৩২ অপরাহ্ণ
লন্ডন প্রতিনিধি:গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সিলেট চ্যাপটারের সাবেক চেয়ারপার্সন মোঃ ম্ঈন উদ্দিন চৌধুরী ও বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমেদ এর সাথে জিএসসি ইউকের মতবিনিময় সম্প্রতি সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রিয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসির পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান । এছাড়াও বক্তব্য রাখেন জিএসসি সিলেট চ্যাপ্টারের সেক্রেটারী আব্দুস সামাদ নজরুল, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, কমিউনিটি নেতা নুর বক্স, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতি আখলাকুর রহমান ও ফারুক মিয়া জিলু, জিএস সি সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, ইস্ট লন্ডন ব্রাঞ্চের ট্রেজারার মোঃ আবুল মিয়া, সাংবাদিক আমিনুর চৌধুরী, খলিল আহমদ কবীর, মুক্তার আহমেদ, হেলাল আহমেদ, সালেহ আহমেদ, জগম্বর আলী, মাসরুর হোসেইন, তাজ উদ্দিন, আশরাফ আহমেদ, সাহান চৌধুরী, তারা মিয়া প্রমুখ।
সভায় বক্তারা প্রবাসীদের কল্যাণে জিএসসির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন । সিলেটে বন্যার্তদের পুনর্বাসনে জিএসসি যে ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয় হয়ে থাকবে । গত ৩০ বছর ধরে জিএসসি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে সেতুবন্ধন হিসেবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সভায় অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান জিএসসির নেতৃবৃন্দ ।