ডেস্ক রিপোর্ট

১৭ সেপ্টেম্বর ২০২২, ৫:০৮ পূর্বাহ্ণ

জি-মেইলে ভিডিও কল করার উপায়

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭, ২০২২ ৫:০৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

ভিডিও কল কিংবা মিটিংয়ের জনপ্রিয়তা বিবেচনা করে ভিডিও কলের ফিচার রয়েছে জি-মেইল। ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে।

এ ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এ কলের উত্তর দেওয়া যাবে। কীভাবে জি-মেইলে ভিডিও কল করতে পারবেন জেনে নিন-

  1. প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
  2. মিট সেকশন থেকে নিউ মিটিংয়ে ক্লিক করুন।
  3. লিংক বা ই-মেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।
  4. মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
  5. মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

যদি অন্য কারও আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।

  • নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিংকে ক্লিক করুন।
  • মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন।
  • মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

শেয়ার করুন