ডেস্ক রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ
সিলেট মুক্তাক্ষর আবৃত্তি সংগঠনের উদ্যোগে শিশু আবৃত্তি উৎসব শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এবছর বিশিষ্ট সংগঠক প্রয়াত মিসফাক আহমদ চৌধুরী মিশুকে উৎসর্গ করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তাক্ষর সিলেটের সভাপতি মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও মুক্তাক্ষর আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক বিমল কর এর পরিচালনায় প্রধান অতিথর বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল। উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য মোকাদ্দেস বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন মুক্তাক্ষর সিলেটের প্রধান উপদেষ্ঠা এডভোকেট ড. শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তি