সিলেটসহ দেশের ১০০টি পাঠাগারে প্রায় ৬ লক্ষ টাকার বই বিনামূলে উপহার হিসেবে প্রদান করেছে শ্রীহট্ট প্রকাশ। সোমবার বিকেলে নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট প্রকাশ এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত ৫তম বইমেলায় বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিদের হাতে বই তুলে দেওয়া হয়।
বই প্রদানকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট সরকারী মহিলা কলেজের প্রিন্সিপাল (অব.) হায়াতুল ইসলাম আকনজী ও শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সূফী সুহেল আহমদ, প্রকাশক জিবলু রহমান প্রমুখ।