ডেস্ক রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মিয়ানমারের চলমান সীমান্ত পরিস্থিতি খুব ভালো নয়। সেখানে অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা কাউকে ঢুকতে দেবো না।’
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা আসার বিষয়ে ড. মোমেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কাউকে ঢুকতে দেবো না। জিরো লাইনে যে মারামারি হচ্ছে সেটির ভয়ে ও আতঙ্কে অনেকে ছোটাছুটি করছে।’