ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ

খেলাঘর সিলেট জেলার শাখার সম্মেলন সম্পন্ন

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
খেলাঘর সিলেট জেলার শাখার সম্মেলন সম্পন্ন

শেয়ার করুন

খেলাঘর সিলেট জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন কবি তুষার কর। প্রথম অধিবেশনের শেষে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা কক্ষে শেষ হয়।

খেলাঘর সিলেট জেলার সভাপতি বিধান দেব চয়নের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তৌহিদ রিপন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান তাপসী চক্রবর্ত্তী লিপি, কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অরূপ শ্যাম বাপ্পি।

রাজিব চক্রবর্তীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তপন চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, আহমেদুর রশীদ রিপন, জালাল আহমদ, সত্যপ্রিয় দাস শিবু, হাছান বক্ত চৌধুরী কাওছার, গোলাম জিলানী, শ্রীকান্ত আচার্য্য। উপস্থিত ছিলেন, সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, নাট্য ব্যক্তিত্ব সুদীপ চৌধুরী মান্না, সংষ্কৃতিক ব্যক্তিত্ব প্রভাতি দাশ দুলু।

সম্মেলনে তাপসী চক্রবর্ত্তী লিপিকে সভাপতি, তপন চৌধুরী টুটুলকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি কনোজ চক্রবর্তী বুলবুল, তুহিন কান্তি ধর, অরূপ শ্যাম বাপ্পি, সত্যপ্রিয় দাস শিবু, শিরাজ উদ্দিন শিরুল, সহ সম্পাদক পরিতোষ বাবলু, ধ্রুব গৌতম, আহমেদুর রশীদ চৌধুরী রিপন, কাজী মুকিত সুমন, রাজিব চক্রবর্তী, আবদুল আউয়াল ওয়েস, অভিনন্দন ধর চৌধুরী রাতুল, সৈয়দা তাজিন, সদস্য বিধান দেব চয়ন, রবীন্দ্র ভট্টাচার্য্য, জালাল উদ্দিন, অধ্যাপক নন্দ কিশোর রায়, গোলাম জিলানী, মাসুদা সিদ্দীকা রুহি, শ্রীকান্ত শর্মা, রাজিব নাইডু, তানিজা ইসলাম শান্তা, আবদুস শহীদ দুলাল।

পরে নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথির খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী। সম্মেলনে প্রয়াত সাবেক তাজুল ইসলাম বাঙালি ও কমরেড পুরঞ্জয় চক্রবর্তী বাবলার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং তাদের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন