ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ

ঘরের মাঠে প্রথম জয় সিলেটের

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
ঘরের মাঠে প্রথম জয় সিলেটের

শেয়ার করুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় পেয়েছে  সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ১২ বল আগেই জয় পায় সিলেট।

ঘরের মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছিল সিলেট। এই জয়ে ফরচুন বরিশালকে টপকে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিলেট।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা। উসমান খানকে ফেরান ০ রানে। এরপর আফিফ হোসেন (৩৪) ও মেহেদী মারুফের (৫২) ৮৮ রানের জুটি ভাঙেন মোহাম্মদ আমির। আফিফ-মারুফ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। তবে দলনেতা শুভাগত হোমের অপরাজিত ৫৪ (২৯) রাবে ভির করে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চ্যালেঞ্জার্সরা।

সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম, ১টি করে উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ আমির।
জবাবে ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা হয় দুর্দান্ত। নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়ের ৬৩ রানের জুটি ভিত গড়ে দেয় দলের। তৌহিদ ১৫ রান করে ফিরলেও শান্ত পান আসরের তৃতীয় অর্ধশতক।
৪৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিহাদুজ্জামানের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন শান্ত।
এরপর রায়ান বার্ল ১৬ বলে খেলেন ৪১ রানের ঝোড়ো ইনিংস।
দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের ৪১ (২৬) ও জাকির হাসানের ১২ (৫) রানে ভর করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স।

শেয়ার করুন