ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সবুজ শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেহা বেগম।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল, সহকারী শিক্ষক আলমগীর বাদশা, রিপ্লু চক্রবর্তী, আছমা আক্তার, শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।