ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ২:২১ অপরাহ্ণ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলা দায়ের করেছে। এসময় জরিমানা করেছে ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা। এছাড়া ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
আজ রোববার (২৯ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের বৈঠকে সরকারি দলের এমপি এ কে এম রহমতুল্লাহ’র লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
সরকারি দলের সদস্য বেনজীর আহমদের লিখিত প্রশ্নের জবাবে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ৩৫০টি।