ডেস্ক রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ
পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্স এলাকায় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ জন। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, সোমবারের হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পেশোয়ারের পুলিশ কমশিনার রিয়াজ মেহসুদ। তিনি জানিয়েছেন, এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে।
পুলিশের এই সিনিয়র কর্মকর্তা বলেন, ‘গোটা এলাকাজুড়েই জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া চেষ্টা চলছে।’
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র ডনকে জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। সূত্র: ডন