ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশ’র জোনাল সেক্রেটারি (২০২৩-২৪) মনোনীত হয়েছেন। ডিস্ট্রিক গভর্ণর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান সোমবার (৩০ জানুয়ারি) এক পত্রে তাকে এ সিদ্ধান্তের কথা জানান।
মোহাম্মদ সাহিদুল হক সোহেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ই-াস্ট্রি’র এসএমই (২০২২-২৩) সাব কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও মানবিক কার্যক্রমে অবদান রাখায় মোহাম্মদ সাহিদুল হক সোহেল রোটারি ফাউন্ডেশন সাসটেইনিং মেম্বার (আরএফএসএম) উপাধিতে ভূষিত করে রোটারি ইন্টারন্যাশনাল সম্মাননা প্রদান করে ।
তিনি ইতোপূর্বে রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের সভাপতি, সেক্রেটারিসহ রোটারি ক্লাবের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল সমাজসেবামূলক সংগঠন হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং সিলেট আইডিয়াল সোসাইটির আজীবন সদস্য। একই সাথে তিনি নগরীর স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কফি এক্সপ্রেস’র ম্যানেজিং ডাইরেক্টর এবং পিৎজা এক্সপ্রেস, কারি রয়েল রেষ্টুরেন্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।-বিজ্ঞপ্তি।