ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২৩, ১:৪৯ অপরাহ্ণ

এমসি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১লা ফেব্রুয়ারি) কলেজের অডিটোরিয়ামে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবির।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বিলাল উদ্দিন। এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হামিদ, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান আলমগীর প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, নবীন ও পুরাতন শিক্ষার্থী, অভিভাবক, বিএন সি সি ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ।

আহমেদ ওয়াসিফ অনুর কোরআন তিলাওয়াত ও অর্পিতা রায় চৌধুরীর গীতাপাঠের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির মিথহাভ মাহের, সালওয়া অন্ত ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ নাইফ, নিয়াত তাহিয়াত প্রমি, মাহিয়া রহমান।

সিলেটের সকাল/ লবীব

শেয়ার করুন