ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ অপরাহ্ণ

এশিয়ার শীর্ষ ধনীর খেতাব হারালেন আদানি

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

ভারতের গৌতম আদানি ‘এশিয়ার সবচেয়ে ধনী’ ব্যক্তির খেতাব হারিয়েছেন। আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দর পতন অব্যাহত রয়েছে এবং সার্বিকভাবে মূলধন কমেছে ৮৪ বিলিয়ন ডলার।

বার্তাসংস্থা রয়টার্স আজ বুধবার (১লা ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ এক প্রতিবেদনে জানায়, আদানি গ্রুপ স্টক ও হিসাবের বিষয়ে জালিয়াতি করে সম্পদের পরিমাণ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এক দশক ধরে আদানি গ্রুপ এই জালিয়াতি করছে।

খবর অনুসারে, বুধবার শেয়ারের দরপতন অব্যাহত থাকায় গৌতম আদানি ফোর্বসের ধনী ব্যক্তির তালিকায় পঞ্চদশ স্থানে নেমে যান। আপাতত তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮৪ দশমিক ১ বিলিয়ন ডলার। হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের আগে আদানি এ তালিকার তৃতীয় স্থানে ছিলেন।

বুধবার আদানি এন্টারপ্রাইজেস ৫ শতাংশ মূল্য হারিয়েছে। হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর থেকে এই প্রতিষ্ঠানটি ৮ বিলিয়ন ডলারেরও বেশি খুইয়েছে। আদানি পাওয়ার ও আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম যথাক্রমে ৫ ও ১০ শতাংশ করে কমেছে।

শেয়ার করুন