ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ

জিএসসি নির্বাচন:: আতা-খসরু-সালেহ প্যানেল জয়ী

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

লন্ডন প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ডেলিগেটের উপস্থিতিতে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক ও চ্যারিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত রোববার বার্মিংহামের ইকবাল বাংকুইট হলে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে গোলাপ ফুল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ব্যারিস্টার আতাউর রহমান ২৯৫ ভোট , সাধারণ সম্পাদক পদে খসরু খান ২৯৫ ভোট ও কোষাধ্যক্ষ পদে সালেহ আহমদ ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সৈয়দ আব্দুল কাইয়ুম একটি ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে জিএসসির ১২ টি অঞ্চল (রিজিওন) ও ১৪ টি শাখার (ব্রাঞ্চ) মধ্যে সর্বমোট ভোটার সংখ্যা ছিলেন ৭৪১ জন। ভোট কাস্ট হয়েছে ৩১১ টি। বাতিল ভোটের সংখ্যা ১৬টি। নির্বাচনে রোজ প্যানেল ছাড়া ও আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন-ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম ও তার সহকর্মী হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই এবং আব্দুল ওয়াহিদ। পর্যবেক্ষক হিসেবে কমিউনিটির বিভিন্ন স্তরের জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনের আগে জি এস সি সেন্ট্রাল প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি খছরু খানের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্কটল্যান্ড পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী এমবিই বলেন, ভালো কাজ করলে বাধা-বিপত্তি আসবেই। সকল বাধা-বিপত্তি এড়িয়েই সংগঠনকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আহমেদ রশিদের কোরআন তেলাওয়াতের পর বি জিএম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জি এস সি ওয়েস্ট মিডলাইন সভাপতি মুহাম্মদ ফখর উদ্দিন।
অনুষ্ঠানে জিএস সির বিগত দিনের হিসাব প্রকাশ করেন-সেন্ট্রাল ট্রেজারার সালেহ আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-জিএসসি এর চ্যারিটি কো-অর্ডিনেটর মনছব আলী জেপি ও দুই বারের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন ফিরোজ খান, তৌফিক আলী মিনার ও আশরাফ আহমদ। বিভিন্ন রিজিওনে জিএসসির বিগত দিনের বিভিন্ন সামাজিক কর্মকাÐ ও জনসেবার প্রতিবেদন পেশ করেন বিভিন্ন রিজিওন নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন-সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় জিএসসির কার্যক্রম আরো এগিয়ে নিতে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান বলেন, গ্রেটার সিলেট কাউন্সিলের এর এই বিশাল কর্মযজ্ঞ দেখে আমি অভিভূত। তিনি তার পরিবারের সদস্যদের এ সংগঠনের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন