ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারি ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ
ওপেনিংয়ে নেমেছিলেন। উইকেটে টিকে ছিলেন একেবারে শেষ পর্যন্ত। তাতে ঝড়ের বেগে সেঞ্চুরি হলো শুভমান গিলের, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত উঠল রানপাহাড়ে।
আহমেদাবাদে তিন ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছে স্বাগতিক দল। অপরাজিত থাকা গিল ৬৩ বলে করেন ১২৬ রান। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছয়ের মার।
জয়ের জন্য ২৩৫ রান করতে হবে কিউইদের।
গিলের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ইশান কিশান। কিশান ফিরে যান মাত্র ১ রান করে। এরপর রাহুল ত্রিপাঠিকে নিয়ে তুফান শুরু করেন গিল। ত্রিপাঠি ২০০ স্ট্রাইক রেটে ৪৪ রান করে আউট হন ইশ সোধির বলে। তাতেও ঝড় থামাননি গিল। কিছুক্ষণ তাকে সঙ্গ দেন টি-টোয়েন্টির নতুন ৩৬০ ডিগ্রি হিসেবে পরিচিত সূর্যকুমার যাদব। যাদব ১৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
গিল সেঞ্চুরি পূর্ণ করেন ৫৪ বলে। রানপ্রসবা ম্যাচে দলপতি হার্দিক পান্ডিয়াও ছিলেন দারুণ ফর্মে। তবে নিজের ইনিংসটিকে খুব বেশি বড় করতে পারেননি তিনি। ৩০ রান করার পর লং অফে উড়িয়ে খেলতে গিয়ে আউট হন ড্যারেল মিচেলের বলে। ক্যাচ নেন মাইকেল ব্রেসওয়েল। দীপক হোদা করেন ২ রান।
প্রসঙ্গত, সিরিজ ১-১ ব্যবধানে সমতায় থাকায় এ ম্যাচটি দুদলের জন্য অঘোষিত ফাইনাল। যারাই জিতবে তাদের হাতেই উঠবে বিজয়ীর ট্রফি।