ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৫১ অপরাহ্ণ

নবাগত ওসির সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন পদায়িত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়ের সঙ্গে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা বুধবার( ১ লা ফেব্রুয়ারি) রাত ৯ টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন ও উত্তর পুর্বের প্রতিনিধি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সবুজ সিলেট ও ভোরের ডাকের প্রতিনিধি আব্দুল আলীম,সহ-সভাপতি দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা ও সিলেটের ডাকের প্রতিনিধি আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সানের প্রতিনিধি হাফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বানীর প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক দৈনিক একাত্তরের কথার প্রতিনিধি আলী হোসেন, অফিস সম্পাদক ও ফটো সাংবাদিক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সকালের সময়ের প্রতিনিধি শাহিন মিয়া, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক একাত্তরের কথার ফটো সাংবাদিক ফখর উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক একাত্তর পোস্টের প্রতিনিধি হামিদ মিয়া ও কার্যনির্বাহী সদস্য হাওরাঞ্চলের কথার প্রতিনিধি ফারুক আহমদ।

এ সময় নবাগত ওসি হিল্লোল রায় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।এর আগে ওসি হিল্লোল রায় বিয়ানীবাজার থানার ওসি ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

উল্লেখ্য, উক্ত থানার বিদায়ী ওসি সুকান্ত চক্রবর্তী গত ২৭ জানুয়ারি বদলীজনিত কারণে তার বিদায়ের পর নবাগত ওসি হিল্লোল রায় ঐইদিন রাতে কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন।

সিলেটের সকাল/ লবীব

শেয়ার করুন