ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ
‘স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম হাতে নেয়া হয়েছে। বিভিন্ন সংকটের মধ্যেও নতুন শিক্ষাক্রমের কাজটি সম্পন্ন করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ১১টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৬দিন ব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি জানান, পাঠ্যবইয়ে সামান্য কিছু ভুল রয়েছে যেগুলো সংশোধনে কাজ চলছে। কথিত মিথ্যাচার ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই ও অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ’নতুন শিক্ষাক্রমে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে, মূল্যবোধ গড়ে উঠবে, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।’